Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

সিটিজেন চার্টার

প্রকল্প ভূক্ত সেবাসমূহ

'' সিটেসজন চার্টার''

১।উপজেলা পযার্য়ে :

ক) বিত্তহীন মহিলা /পুরুষ এর সমন্বয়ে  সমিতি দল গঠনের মাধ্যমে উপকার ভোগীদের শেয়ার  সঞ্চয়  জমা করে পুজি গঠন মাধ্যমে

২) উপকারভোগীদের সমবায় ব্যবষ্থাপনা  অন্যান্য দক্ততা উন্ননের প্রশক্ষিনের মাধ্যমে তাদের আয় বৃদ্ধিমূলক কর্মকান্ড নিজস্ব প্রতিষ্ঠানের কার্যক্রম পরিচালনা মাধ্যমে  করে তোলা।

৩) বিত্তহীনদের মাঝে আয় শীষকমূলক কর্মকান্ডে ক্ষুদ্র ঋণ বিতরন পূর্বক তাদের কর্মসংন্তান আয় উপার্জনের  সুযোগ সৃষ্ঠি।

৪)আয  সচেতনা বৃদ্ধির মাধ্যমে  দরিদ্র মহিলাদের ক্ষমতায়ন  উন্নয়ন প্রক্রিয়ার সমূহকরণ।

৫)উপজেলা বিত্তহীণ কেন্দ্রীয় সমবায সমিতিতে ইউবিসিসিএ লি: কে সফল  সার্থক প্রতিষ্ঠানে পরিনত করা।

  প্রাথমিক সমিতি/দল (পুরুষ/মহিলা) গঠন, ঋণ গ্রহনে পরামর্শ প্রদান ও এতদসংক্রান্ত যাবতয়ি তথ্য এবং ফরম সরবরাহ।

v   সদস্যদের শেয়ার ও সঞ্চয় আমানত সংগ্রহের মাধ্যমে নিজস্ব প

v   সমবায়ীদের উৎপাদিত শস্যের বাজারজাতকরনের সুযোগ সৃষ্টি এবং ন্যায্যমূল্য প্রাপ্তিতে সহায়তা।

v   নারীর ক্ষমতায়ন ও নারী নেতৃত্ব বিকাশে সচেতনতা বৃদ্ধি, নারী নির্যাতন কোর্স ও যৌতুক প্রথা নির্মূলে সচেতনতা সৃষ্টিতে সহায়তা।

v   সদস্যদের বয়স্ক শিক্ষা, স্বাস্থ্য, পুষ্টি ও পরিবার পরিকল্পনা ইত্যাদি বিষয়ে পরামর্শ ও সেবা।

v   অস্বচ্ছল মুক্তিযোদ্ধা ও তাদের পোষ্যদের আত্মকর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে নামমাত্র সেবামূল্যের বিনিময়ে ঋণ প্রদান।

v   গ্রামীন দরিদ্র মানুষের আর্থ সামাজিক উন্নয়নে সহযোগিতা প্রদান এবং গ্রামীন নেতৃত্বের বিকাশ ও দেশের অর্থনৈতিক উন্নয়নে দদ্রি জনগোষ্ঠিকে সম্পৃক্তকরণ।

v  এ অফিসের কোন কর্মকর্তা/কর্মচারীর বিরুদ্ধে অভিযোগ থাকলে উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তার নিকট উপস্থাপন করা হলে তার প্রতিকার করা হবে।

v  উপজেলায় বসবাসরত যে কোন ব্যক্তিকে সেবা সংক্রান্ত তথ্য প্রদান-এ অফিস প্রতিশ্রুতিবদ্ধ।

v   ঋণ বাবদ মঞ্জুরীকৃত সমুদয় টাকা বুঝে নিন। সমুদয় টাকা বুঝে না পেয়ে ঋণ বিতরনের সনদপত্রে স্বাক্ষর করবেন না